ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার ২৬ ফেব্রুয়ারি ভোর চারটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাল শুরু হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশার কারণে বুধবার ভোর রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। এখন পর্যন্ত বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এই রুটে ছোটবড় ১৫টি ফেরি যানবাহন পারাপার করছে।
পড়েছেনঃ ২৯৫