আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আওয়াল হত্যার দায়ে মৃত্যুদণ্ড ৪ জনের

টাঙ্গাইলের মির্জাপুরে আব্দুল আওয়াল (৭০) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার ছেলেসহ ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নিহত আব্দুল আওয়ালের ছেলে মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিম উদ্দিন (৪০), একই গ্রামের জসিম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪০) এবং মীর কুটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫)। তারা সবাই পলাতক রয়েছেন।

মামলার বিবরদায়েরণে জানা যায়, মির্জাপুর উপজেলার ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল ২০১৩ সালের ৩০ জুন রাতে খুন হন। পরদিন পুলিশ বাদী হয়ে নিহতের ছেলেসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ দুজনকে গ্রেফতার করে। বাকিরা গা ঢাকা দেয়। পরে ওই দুই আসামিও জামিনে বের হয়ে পালিয়ে বেড়াচ্ছে। মামলার পাঁচ আসামির মধ্য একজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ