আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আগুনে দোকান পুড়ে ছাই

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি)ভোরে নোয়ারহাট এলাকায় এ আগুন লাগে।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান,মাইজদী ও লক্ষ্মীপুর স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান,বাজারের তাহের মিয়া মার্কেটের মিলনের তেল ও গ্যাস দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে শাহ জাহান কনফেকশনারি, শাহ আলম কনফেকশনারি, মাকসুদা ফার্মেসি, মোরশেদ রাইসমিল, ইসমাইল কনফেকশনারি, সাদ্দাম হার্ডওয়্যার, মিলন তেল, তাজু ফার্মেসি, রাজিব ডেকোরেটর, রহমান মুহুরি, মনির হার্ডওয়ার, নূর আলম ফল বিতান, সেলিম কাঁচামাল ও গিয়াস উদ্দিনের চা দোকানসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তাহের মিয়া মার্কেটের পরিচালক মোরশেদ আলম জানান,আগুনে তার রাইসমিলসহ ১৫টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ