দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের আওতাধীন পতেঙ্গা ও ইপিজেড থানার দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সার্বজনীন হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দিরে এতে সভাপতিত্বে করেন ইপিজেড থানা পূজা পরিষদের সভাপতি শীমুল কুমার শীল। প্রধান অতিথি ছিলেন এডভোকেট চন্দন তালুকদার। প্রধান বক্তা ছিলেন শ্রীপ্রকাশ দাশ অসিত। উদ্বোধন করেন সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ। এতে প্রধান অতিথি বলেন, নগরীর প্রত্যেকটি পূজা মন্ডপের প্রতি অনুরোধ জানান যে, পতেঙ্গা সমুদ্র সৈকত আনোয়ারা পার্কী ভিস ও কালুরঘাট প্রতিমা বিসর্জন স্থলে কোন প্রকার সাউন্ড সিস্টেম, রং মারামারি ও মাইক ব্যবহার ইত্যাদি কর্মকা- থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, রত্নাকর দাশ টুনু, যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, এডভোকেট নটু চৌধুরী, প্রদীপ শীল, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক বিপ্লব সেন, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, সিটি কর্পোরেশন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী, সুকান্ত মহাজন টুটুল, জয় চৌধুরী, অসিত বরণ বিশ্বাস, জয় সেন, থানা কমিটির পক্ষে বক্তব্য রাখেন পতেঙ্গা থানা পূজা পরিষদের সভাপতি সৈকত মহাজন, ইপিজেড থানার সম্পাদক শ্যামল শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কৃষ্ণ জল দাস, উত্তম কুমার শীল, প্রধান পৃষ্ঠপোষক মানিক রতন শর্মা, সমীর মহাজন লিটন, সুকুমার শীল, আঞ্চলিক কমিটির পক্ষে বক্তব্য রাখে, বাসুদেব সেনগুপ্ত, রিপন দাশ, স্বরূপ শীল, কাজল লোধ, অন্তু মহাজন রাজু, কাঞ্চন দাশ, কাজল চৌধুরী, শুভ্রত শীল। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন পূজা পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদার। এতে আগামি দুই বৎসরের জন্য সৈকত মহাজন সাজুকে সভাপতি, সীতম শীলকে সাধারণ সম্পাদক (পতেঙ্গা থানা) এবং শীমুল কুমার শীলকে সভাপতি, সুজন শীলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।