আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

জীবননগরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার অদূরে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন উল্টে চালক হাবিব আলী (৩৮) নিহত হয়েছেন। নিহত হাবিব আলী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলি গ্রামের জমির উদ্দীনের ছেলে। ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিব আলী বুধবার সকালে চুয়াডাঙ্গা শহর থেকে ইট বোঝাই করে আলমডাঙ্গা উপজেলা শহরের দিকে যাওয়ার পথে ছাগলফার্মের কাছে পৌঁছায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যানটি উল্টে গেলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ