
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে উত্তর লিখে দেওয়ার অপরাধে কেন্দ্রসচিবসহ ৩ শিক্ষকের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হবিগঞ্জের চুনারুঘাটের পঞ্চাশ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে ৯ ফেব্রুয়ারি রবিবার এ ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- পঞ্চাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন, দিপেন চন্দ্র পাল ও কামাল উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, রবিবার এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলছিল। চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে যাই। দুপুর ১২টার দিকে পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের মাঝে অভিযুক্ত শিক্ষকরা উত্তর লিখে দেওয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ১২৭টি প্রশ্নপত্র জব্দ করা হয়। পরে তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় উপস্থিত ছিলেন। পরে দণ্ডপ্রাপ্তদের চুনারুঘাট থানায় পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।