নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন হাজার ব্রয়লার মুরগিসহ একটি তিনতলা টিনসেড খামার পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কায়েতপাড়া এলাকার মাঝিনা নদী তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এতে মুরগি, খাদ্য ও অন্যান্য জিনিসসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই খামারের মালিক রাসেল মোল্লা। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রাসেল মোল্লা জানান, গত আট বছর ধরে ভাড়া নেওয়া জমিতে তিন তলা টিনসেড ভবন নির্মাণ করে মুরগি উৎপাদন ও বিক্রি করে আসছেন। রবিবার রাতে তিনি স্থানীয়দের কাছে জানতে পারেন তার খামারে আগুন লেগেছে। এরপর খামার আগুনে পুড়তে দেখে তিনি কাঞ্চন ফায়ার সার্ভিসকে খবর দেন। রাস্তায় সমস্যা থাকায় ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ততক্ষণে তার খামারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। রাতের আধারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিব মোহাম্মদ সামাদ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তখনই রওনা দিই। কিন্তু ডেমরা-কালীগঞ্জ সড়কের জাঙ্গীর এলাকার সড়ক ভাঙা থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। ততোক্ষণে খামারের বেশির ভাগ অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’