আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

মোবাইল প্রাইভেটকারসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১১ লাখ টাকা মূল্যের ১৫৫টি ভারতীয় মোবাইল মহাসড়কের সোনারামপুর এলাকার একটি হোটেলের সামনে থেকেফোনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট তাদের গ্রেফতার করা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ এ তথ্য জানান।

গ্রেফতার দুজন হলেন– জেলার নবীনগর উপজেলার আশরাফপুর গ্রামের ইমাম হোসেন (৩৬) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা গ্রামের আকরাম মিয়া (২০)। তারা ভারত থেকে অবৈধ পথে এসব মোবাইল ফোন এনেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ বিষয়ে ওসি বলেন, ‘ঘটনাস্থলে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ফোন সেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। ফোনগুলো ঢাকার একটি মার্কেটের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।’

গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে ওসি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ