ভোলা শহরের হাসান বুক হাউজ নামে একটি বই দোকানের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাইড বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। ৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা ও রেজয়ানা চৌধুরী শহরের বাংলাস্কুল মোড় ও সদর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানের খবরে ভোলা শহরের অন্য লাইব্রেরিগুলোতে তালা লাগিয়ে পালিয়ে যান মালিক ও কর্মীরা।
ভোলা জেলা কালেক্টরেটের জুডিশিয়াল পেশকার গৌতম সিংহ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোলা শহরের বাংলা স্কুল মোড় এলাকার হাসান বুক হাউসের মালিক মো. কামাল হোসেন শহরের আমানত পাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে গোডাউন তৈরি ও জেলাব্যাপী নিষিদ্ধ গাইড বইয়ের ব্যবসা পরিচালনা করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম রবিবার সন্ধ্যায় বই বাজারে অভিযান চালায়।
এসময় হাসান বুক হাউজের গোডাউনে থাকা প্রায় ৬ থেকে ৭ হাজার নিষিদ্ধ গাইড বই জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়। তিনি আরও জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গোডাউনের মালিক কামাল হোসেন ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, গত বছর ভোলা শহরের মাসুমা খানম বিদ্যালয়ের একটি রুম ভাড়া নিয়ে হাসান বুক হাউসের মালিক মো. কামাল হোসেন নিষিদ্ধ নোট-গাইডের গোডাউন তৈরি করেন। সেখানে অভিযান চালিয়ে গোডাউনটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সেখান থেকে গোডাউন সরিয়ে আমানত পাড়ায় নতুন গোডাউন করা হয়। সেখান থেকে পাঞ্জেরি, অ্যাডভান্স, লেকচার, অনুপম, ইন্টারনেটসহ বিভিন্ন কোম্পানির নিষিদ্ধ গাইড বই জেলা বিভিন্ন পাইকারী ও খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন।