আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দুর্বৃত্ত কর্তৃক হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে রিপন হোসেন লেবু (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে। সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য জানান।

নিহত রিপন হোসেন লেবু সিংগাইর উপজেলার জামালপুর এলাকার মুসলেম উদ্দিনের ছেলে। তিনি মাটি ও বালুর ব্যবসা করতেন।
বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু জানান, বৃহস্পতিবার সকালে কয়েকজন দুর্বৃত্ত লেবুকে কুপিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সাঈদা বিন খান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় লেবুকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, লেবুর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ