ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় বন্ধুর প্রেমিকার ছবি ফেসবুকে পোস্ট করায় কাওসার হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাওসার সদর উপজেলার চুরখাই উইনারপারের মুক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।
কোতয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাহিদ নামে এক কিশোরের প্রেমিকার ছবি কাওসার ফেসবুকে তার টাইমলাইনে পোস্ট দেয়। পরে ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাগর, সিয়াম এবং অজ্ঞাত আরও দু’জন মিলে কাওসারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কাউসারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য কাউসারের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।