আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

মৃত বাঘের তদন্ত কমিটি গঠণ

 

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যুর সঠিক কারণ জানতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে তিন কর্মদিবসের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগীয় কর্মকর্তাকে এই তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা নুরুজ্জামানকে আহবায়ক করে গঠিত এই তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন ও দুবলা স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসন বলেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়। বাঘটির শরীরের পেছনের অংশ কুমিরে খাওয়া এবং বাকি অংশ পচে গেছে। বাঘটির বয়স প্রায় ২০ বছর।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস মৃত বাঘটির ময়নাতদন্ত করেন।

বাঘটির শরীর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকায় বন অধিদফতরের বন্যপ্রাণী ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ