আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

শ্রমিক‌ অপহরণের অভি‌যোগ

বান্দরবানে এক শ্রমিক‌কে অপহরণের অভিযোগ ‌উঠেছে পাহাড়ি সন্ত্রাসী‌দের বিরু‌দ্ধে। অপহৃত ব্যক্তির নাম সৈয়দ আলম (২৮)। সে বান্দরবান সদ‌রের সুয়ালক সিকদার পাড়ার রফিকুল ইসলামের ছে‌লে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা সদরের সুয়ালক ইউনিয়নের সুলতানপুরের বিশারীখোলা থে‌কে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ১০ জন শ্রমিক পাহাড়ে কাঠ কাটতে যায়। এসময় শ্রমিক আলমকে প্রায় ১০ জন পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মু‌খে তুলে নিয়ে যায়।

সুয়ালক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ব‌লেন, ‘শ্রমিক সর্দার সাগর আলম সিকদারকে চাঁদা দেওয়ার জন্য দেখা করতে বলেছিল সন্ত্রাসীরা। কিন্তু সে ‌দেখা না করায় এই অপহর‌ণের ঘটনা‌ ঘ‌টে‌ছে। সন্ত্রাসীদের কাছে অস্ত্র দেখে ভয়ে ৯ জন শ্রমিক পালিয়ে আসতে সক্ষম হয়।’

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী ব‌লেন, ‘অপহরণের বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ