আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নলকূপের পাইপ দিয়ে গ্যাস,বিদ্যালয় ছুটি ঘোষণা

নলকূপ বসানোর সময় পাইপ দিয়ে তীব্র গতিতে বিকট শব্দে গ্যাস, পানি ও বালি বের হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বিদ্যানগর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ ঘটনার পর বিদ্যালয়টি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও বায়েক ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন ভূইয়া বলেন, ‘তিন দিন ধরে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে একটি নলকূপ বসানোর কাজ চলছিল। নলকূপের পাইপ ৫৪০ মিটার গভীরে প্রবেশ করার পর হঠাৎ করে সকাল ১০টা থেকে তীব্র গতিতে বিকট শব্দে গ্যাস, পানি ও বালি বের হচ্ছে। পরে এ বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।’

কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লা খালিদ জানান, সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে কল (নলকূপ) বসানোর কাজ চলছিল। গভীরে নলকূপের পাইপ প্রবেশ করার পরই তীব্র গতিতে গ্যাস ও কাদাবালি বের হচ্ছিল। এ অবস্থায় বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। ঘটনার পর তিনিসহ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে আসছেন বলে জানান তিনি। তবে বিদ্যালয়ের পাশ থেকে একটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরাও তৎপর রয়েছে। সেখানে পুলিশের পাহারা বসানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ