আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অভিযোগ পিটিয়ে হত্যার

গোপালগঞ্জে ইসরাফিল মোল্যা (৪২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোবরা নিলামাঠে এ ঘটনা ঘটে। ইসরাফিল গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলামাঠ এলাকার রোকন উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় ও পরিবার জানায়, ইসরাফিলের ৬ বছর বয়সী মেয়ে অন্যের জমিতে শাক তুলতে গেলে জমির মালিক ইসলাম ও নাবিল তাকে মারধর করে। এ সময় ইসরাফিল তার শিশুকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে এসআই সাখাওয়াত হোসেন বলেন, ওই ব্যক্তির আত্মীয়-স্বজন অভিযোগ করেছেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ