গোপালগঞ্জে ইসরাফিল মোল্যা (৪২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোবরা নিলামাঠে এ ঘটনা ঘটে। ইসরাফিল গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলামাঠ এলাকার রোকন উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় ও পরিবার জানায়, ইসরাফিলের ৬ বছর বয়সী মেয়ে অন্যের জমিতে শাক তুলতে গেলে জমির মালিক ইসলাম ও নাবিল তাকে মারধর করে। এ সময় ইসরাফিল তার শিশুকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে এসআই সাখাওয়াত হোসেন বলেন, ওই ব্যক্তির আত্মীয়-স্বজন অভিযোগ করেছেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়েছেনঃ ৫০১