
গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের ওপর হামলা
চট্টগ্রামে দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া: গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামে দক্ষিণ জেলা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সাতকানিয়ার প্রাণকেন্দ্র কেরানীহাট চত্বরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের ওপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের তীব্র নিন্দা জানাই পাশাপাশি এই নারকীয় তাণ্ডবের বিচার দাবি করছি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, জেলা শ্রমিক কল্যান সভাপতি নুরুল হোসেন, জেলা অফিস সম্পাদক নুরুল হক, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উত্তর সাতকানিয়া আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দীন, জেলা শূরা সদস্য ডা. আব্দুল জলিল,, এম ওয়াজেদ আলী, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন।