আজ : বুধবার ║ ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় চিহ্নিত মাদক কারবারি নজরুল গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে বহু মামলার পলাতক ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম। তার বিরুদ্ধে রয়েছে রাজধানী ঢাকা থেকে শুরু করে কক্সবাজার, বান্দরবান, রংপুরে রয়েছে মোট ৯টি মামলা।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা।
জানা যায়, ভোরের অন্ধকারে গোপন অভিযান চালায় সাতকানিয়া থানা পুলিশ। কেরানীহাটের হোটেল আল আকসার দক্ষিণ পাশে হাজী বেলাল টাওয়ারের সামনে থেকে নজরুলকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষায়, সে তখন “মাদক ডেলিভারি” প্রস্তুতিতে ছিল।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম (৩৯) সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাজী বেলাল সওদাগর।
থানায় নেওয়ার পরই নজরুলের নাম সিডিএমএসে (ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম) ইনপুট দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশের চোখ কপালে ওঠে। নজরুলের বিরুদ্ধে ঢাকার ডিএমপির অন্তত তিনটি থানা—বংশাল, শাহবাগ ও হাতিরঝিলে মামলা রয়েছে। এছাড়া কক্সবাজার জেলার চকরিয়া ও ঈদগাঁও, বান্দরবান, রংপুর এবং নিজ এলাকা সাতকানিয়া থানাতেও রয়েছে মামলা।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া থানার ওসি মোঃ জাহেদুল ইসলাম বলেন, আমরা মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। ভবিষ্যতেও এমন গোপন তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নজরুলের ধরনে বোঝা যায়—মাদক ব্যবসায় এখন আর বিচ্ছিন্ন অপরাধ নেই, এটি একটি সুসংগঠিত চক্র। আমরা তা ভেঙে দিতে প্রস্তুত।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ