বাঁশখালীতে আজিজুর রহমান (২৬) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চোরকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।
২৯ জানুয়ারি বুধবার রাত ২ টার দিকে শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ার নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, সিএনজি চালিত অটোরিকশার চুরির অভিযোগে আজিজের বিরুদ্ধে বাঁশখালী থানায় দুটি এবং বিভিন্ন থানায় আরো চারটি মামলা রয়েছে। তাঁর সাথে আর কারা চুরির সাথে জড়িত রয়েছে সেটি জানার করার চেষ্টা চলছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মুঠোফোনে আলাপকালে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পড়েছেনঃ ৫১৭