আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আন্দোলনের মুখে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে দিনভর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কাসেমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। বুধবার রাত ৯টা থেকে শিক্ষার্থীদেরকে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত সোমবার ২৭ জানুয়ারি বিকালে আদনান নামে এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের ৪১৩ নম্বর কক্ষে আটকে বেধড়ক মারধর করেন কয়েকজন ছাত্র। এ ঘটনার পর মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনভর বিশ্ববিদ্যালয়ের সীতাকুণ্ড ক্যাম্পাসে দফায় দফায় মিছিল করেন তারা। অব্যাহত আন্দোলনের মুখে সন্ধ্যায় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ