
লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিল ও পরিবহন শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর বুধবার লোহাগাড়া উপজেলার মোস্তফা সিটি সেন্টারের প্রধান কার্যালয়ে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত সমাবেশ সম্পন্ন হয়।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের লোহাগাড়ার সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম, জামায়াতে ইসলামী আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী, মোক্তার হোসাইন সিকদার, মাস্টার আব্দুস সালামসহ শ্রমিক কল্যান ফেডারেশন ও শ্রমিক পরিবহনের নেতাকর্মী ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।












