আজ : বুধবার ║ ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

১০ বছর পর আর্জেন্টিনার বর্ষসেরা ডি মারিয়া

দেশচিন্তা ডেস্ক: দীর্ঘ ১০ বছর পর দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হলেন আনহেল ডি মারিয়া। তিনি পেছনে ফেলেছেন লাউতারো মার্তিনেজ ও লেয়ান্দ্রো পারেদেসকে।

আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্ধারণ করা হয় দেশটির বর্ষসেরা ফুটবলার। ২০২৫ সালে যে দৌড়ে ছিলেন ডি মারিয়া, লাউতারো ও পারেদেস। সর্বাধিক ভোট পেয়ে সেরা নির্বাচিত হয়েছেন ডি মারিয়া। জমকালো এক অনুষ্ঠানে ৩৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরার পুরস্কার।

নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই এ পুরস্কার পেলেন তিনি। প্রথমবার পেয়েছিলেন সেই ২০১৪ সালে।

দীর্ঘ বিরতির পর বর্ষসেরার স্বীকৃতি পেয়ে ডি মারিয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটি আমার দ্বিতীয় (বর্ষসেরার পুরস্কার), আমি কৃতজ্ঞ। সকল আর্জেন্টাইন ক্রীড়াবিদের সঙ্গে এখানে থাকতে পারা দারুণ ব্যাপার, সবার সঙ্গে এখানে থাকতে চেয়েছিলাম আমি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

ইউরোপ অধ্যায় শেষে করে গত মে মাসে শৈশবের ক্লাব রোজারিও সেন্ত্রালে ফেরেন ডি মারিয়া। চলতি বছর দলটিকে আর্জেন্টিনার শীর্ষ লিগের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।

এদিকে গত বছর আর্জেন্টিনার বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। রেকর্ড সংখ্যক এ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। টানা সাতবারসহ মোট ১৬ বার এই পুরস্কার জিতেছেন তিনি। আর্জেন্টিনার কোনো ফুটবলার চারবারের বেশি এ পুরস্কার জেতেননি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ