আজ : রবিবার ║ ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

দেশচিন্তা ডেস্ক: সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই বাজিমাত করলো বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো লাল সবুজরা।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে রোববার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনা-মাসুরারা। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে সেরা হলো লাল সবুজরা। দ্বিতীয় স্থানে থাকা ভুটান শেষ ম্যাচ জিতলেও পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকবে। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১১।

এবারের আসরে শুধু একটি ম্যাচে জয়বঞ্চিত ছিল বাংলাদেশের মেয়েরা। ভুটানের বিপক্ষে ওই ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছিল সাবিনারা। বাকি সব ম্যাচেই তুলে নেয় লাল সবুজরা। আর শেষ ম্যাচটাই তো একেবারে প্রতিপক্ষকে উড়িয়েই দিয়েছে মেয়েরা।

ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। ভুটান ম্যাচের পরবর্তী তিন ম্যাচে যথাক্রমে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়েছিল। তাতেই শিরোপার পথ খুলে গিয়েছিল সাবিনাদের। তবে শেষ ম্যাচে কোনো অঘটন হলে সুযোগ পেয়ে যেতো ভুটান। কিন্তু তাদের সে সুযোগ দেয়নি লাল সবুজরা। যদিও এদিন মালদ্বীপের বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল দল।

চতুর্থ মিনিটে প্রতিপক্ষকে লিড এনে দিয়েছিলেন সানিয়া ইব্রাহিম। ম্যাচে ফিরতে অবশ্য সময় নেয়নি বাংলাদেশ। একটু পরই দূরপাল্লার ফ্রি কিকে দারুণ এক গোল করে সমতায় ফেরান সাবিনা। এরপর পেনাল্টি মিস করে হতাশ করলেও কিছুক্ষণ পরই সার্কেলের বাইরে থেকে ফ্রি কিক থেকেই ব্যবধান বাড়ান সাবিনা। এরপর কৃষ্ণা রানী, লিপি আক্তার ও নৌশিন জাহানের কল্যাণে ৬-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। এরপর গোল করে ব্যবধান বাড়ান মাতসুশিমা সুমাইয়া। পঞ্চম মিনিটে নিজের চতুর্থ গোলে স্কোরলাইন ৯-১ করেন সাবিনা।

দশম মিনিটে নীলার কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ে। এরপর সাবিনার ফ্লিকে বল পাওয়ার পর লিপি পূরণ করেন হ্যাটট্রিক। লাল সবুজরা ব্যবধান বাড়াতে বাড়াতে একটা সময় ১৬-১ এ নিয়ে যায়। শেষদিকে একটি গোল করে ব্যবধান কমায় মালদ্বীপ। ততক্ষণে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। রেফারি বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাঁধনভাঙা উদযাপনে মেতে ওঠেন সাবিনারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ