দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার কুলগাঁও স্কুলের সামনে সড়ক দূর্ঘটনায় মিন্টু দাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ৪ অক্টোবর শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মিন্টু দাস নগরের অক্সিজেন বালুছড়া এলাকার হাসি রাম দাসের ছেলে ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, বাড়ি ফেরার পথে শান্তি পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হন মিন্টু দাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়েছেনঃ ৩৪৯