আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

কথিত যুবলীগ নেতা টিনুকে রিমান্ড শেষে কারাগারে

দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রামের কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিমকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ ০৩ অক্টোবর বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বজানান, নুর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিমকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।টিনুর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে ২৬ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমীনের আদালত টিনু ও তার সহযোগী জসিমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ সেপ্টেম্বর রাতে নগরের চকবাজার এলাকা থেকে টিনুকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) একটি দল। এরপর তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি শর্টগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরদিন সকালে টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ