দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রামের কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিমকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ ০৩ অক্টোবর বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বজানান, নুর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিমকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।টিনুর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে ২৬ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমীনের আদালত টিনু ও তার সহযোগী জসিমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ সেপ্টেম্বর রাতে নগরের চকবাজার এলাকা থেকে টিনুকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) একটি দল। এরপর তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি শর্টগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরদিন সকালে টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।