আজ : শুক্রবার ║ ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খলিলুর রহমান শিশু নিকেতন ও সাংস্কৃতিক একাডেমির নানা আয়োজন

দেশচিন্তা ডেস্ক: খলিলুর রহমান শিশু নিকেতন ও খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমির বার্ষিক ফলাফল—২০২৫, বার্ষিক চারুকলা প্রদর্শনী ও স্বল্পমেয়াদী আবৃত্তি ও থিয়েটার প্রশিক্ষণ— ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার খলিলুর রহমান শিশু নিকেতন ও খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমি প্রাঙ্গণে এসব অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিস্ট্রার এবং প্রখ্যাত ছড়াকার ও শিশুসাহিত্যিক আ.ফ.ম মোদাচ্ছের আলী, প্রধান বক্তা ছিলেন খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিক। এতে প্রতিষ্ঠান প্রধান ছোটন নাথের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সঞ্চিতা বড়ুয়ার সঞ্চালনায় শিশু নিকেতন ও একাডেমির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত সকলকে মুগ্ধ করেন। এতে প্রধান অতিথি কেডিএস গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং পটিয়ার এই ঐতিহ্যবাহী শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকান্ডকে আরো এগিয়ে নেয়ার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী—অভিভাবক উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ