আজ : বুধবার ║ ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণে মানতে হবে ৫ নির্দেশনা

দেশচিন্তা ডেস্ক: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু হয়েছে।

এ ফরম পূরণে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৫ দফা নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এগুলো মেনে যথাযথভাবে বিষয় মনোনয়ন নিতে হবে তাদের। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে এ ফরম পূরণ করতে হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের।

এটি পূরণে ব্যর্থ হলে বিষয় মনোনয়ন পাবেন না তারা এবং এর ফলে ভর্তির সুযোগ থেকেও বঞ্চিত হবেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভর্তি কমিটি।

ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত সকল ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তারা নিম্নলিখিত সময়সীমার মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে শিক্ষার্থী তথ্য বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম প্রদান করতে পারবেন।

শুরুর তারিখ ও সময়: ২৭ জানুয়ারি, বিকেল সাড়ে ৩টা। শেষ তারিখ ও সময়: ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।

বিশেষ দ্রষ্টব্য:
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের জন্য একজন শিক্ষার্থীর ক্ষেত্রে একটিমাত্র বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম প্রযোজ্য হবে। ইউনিটভিত্তিক আলাদাভাবে ফরম পূরণের প্রয়োজন নেই।
খ. শিক্ষার্থীদের অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd -এ লগইন করে ভর্তিযোগ্য বিষয়সমূহের তালিকা অনুযায়ী বিষয় পছন্দক্রম প্রস্তুত (খসড়া) করে রাখার জন্য পরামর্শ প্রদান করা হলো।
গ. বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের ক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
ঘ. নির্ধারিত সময়সীমার মধ্যে একজন শিক্ষার্থী একাধিকবার ফরম পূরণ করতে পারবে; তবে এর মধ্যে শুধুমাত্র একটি ফরম গ্রহণযোগ্য হবে। একাধিকবার ফরম পূরণ করা হলে শিক্ষার্থীর সর্বপ্রথম পূরণকৃত ফরমটি স্বয়ংক্রিয়ভাবে গৃহীত বলে গণ্য হবে।
ঙ. যদি কোনো শিক্ষার্থী সর্বপ্রথম পূরণকৃত ফরমের পরিবর্তে পরবর্তীতে পূরণ করা অন্য কোনো ফরম চূড়ান্তভাবে দাখিল করতে ইচ্ছুক হন, তবে সংশ্লিষ্ট ফরমটি ডাউনলোড করে স্বাক্ষরসহ, উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের কপিসহ ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে সশরীরে উপস্থিত হয়ে (কক্ষ নং ২১৪, প্রশাসনিক ভবন) জমা দিতে হবে। অন্যথায়, সর্বপ্রথম পূরণকৃত ফরমটিই চূড়ান্ত ও কার্যকর বলে গণ্য হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ