
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হলের বাইসাইকেল শেড, মুসলিম, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনা কক্ষ এবং সেমিনার লাইব্রেরি আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. এম. রফিকুল ইসলাম ও চবি অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন।
এসময় চবি উপাচার্য পুরো হল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, হলে শিক্ষার্থীরা বসবাস করবে পড়াশোনা করবে। এখানে সুন্দর পরিবেশ না থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযাগ দিতে পারবে না। আমরা শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে বদ্ধপরিকর। এ হলে পাশাপাশি সব ধর্মের প্রার্থনা কক্ষ রয়েছে, এটি সম্প্রীতির দারুণ দৃষ্টান্ত।
এসময় আরও উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেছা হলের আবাসিক শিক্ষক সাদেকা তামান্না ও নৈরঞ্জনা চাকমা, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, নবাব ফয়জুন্নেছা হল সংসদের ভিপি পারমিতা চাকমা, জিএস সিংঞো ইউ মারমাসহ হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হলের শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।










