আজ : বুধবার ║ ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গ্রুপ থিয়েটার উৎসবের সমাপনী দিনে নাটক “রাজারানী” মঞ্চস্থ

দেশচিন্তা ডেস্ক: ‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব’২৫ এর ১২তম দিন তথা সমাপনী দিন গতকাল ২৫ নভেম্বর’২৫ মঙ্গলবার সন্ধ্যে ৭ টায় মূল মিলনায়তনে “রাজারানী” পরিবেশন করে “প্রতিনিধি নাট্য সম্প্রদায়”। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি আধুনিক অবাস্তব প্রহসন রাজারানী। একজন খ্যাতিমান অভিনেতা জীবন লালের মঞ্চ থেকে উধাও হয়ে যাওয়া এবং তৎপরবর্তী সময়ে বিভিন্ন চরিত্রের ভূমিকা নিয়ে এর কাহিনি। মঞ্চ থেকে উধাও হওয়ার পর থেকেই জীবনলাল ‘রাজা’! দেশের নানা স্থানে ঘুরে ঘুরে রাজার সংলাপ বলে চলে। তার মুখ থেকে উচ্চারিত হয় একজন অসহায় রাজার আক্ষেপ নিষ্ঠুর সত্য। নাটকটি নির্দেশনা দিয়েছেন হাসান জাহাঙ্গীর। অভিনয়ে অংশ নেন সাবিহা আকতার, সিফাত সরোয়ার সোহেলী, সজীব দত্ত, সায়েম উদ্দীন, বৃষ্টি পুরোহিত, হাসান জাহাঙ্গীর, ইয়াসির সিলমী, সঞ্জয় ধর, গোলাম সাদেক ও ধীমান দাশ। সন্ধ্যে ৬ টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে নাট্যকর্মী প্রবীর পালের সঞ্চালনায় একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী রিয়াজ ওয়ায়েজ। দলীয় নৃত্য পরিবেশন করে হেরিটেজ অব হিলস্। নৃত্য পরিচালনায় ছিলেন কারিনা চাকমা এবং নাট্যকর্মী সমাবেশ শেষে আয়োজক কমিটি’র আহ্বায়ক ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন খালেদ হেলাল অংশগ্রহণকারী নাট্য-সংগঠনসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, দর্শক-স্রোতা, পৃষ্ঠপোষক, স্থানীয় গণ মাধ্যম বিশেষ করে দৈনিক আজাদী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব’২৫ এর সমাপ্তি ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ