আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অভিনেত্রীর তৃতীয় বিয়েও টিকল না

দেশচিন্তা ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের তৃতীয় বিয়েও টিকল না। মীরা তার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে মীরা লেখেন, আমি, অভিনেত্রী মীরা বাসুদেবন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, গত আগস্ট ২০২৫ থেকে আমি সিঙ্গেল। আমি জীবনের অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পর্যায়ে আছি।

মীরা ও বিপিনের প্রথম পরিচয় জনপ্রিয় একটি টিভি সিরিয়ালের শুটিং সেটে। সময়ের সঙ্গে তাদের পেশাগত সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ায়। ২০২৪ সালের মে মাসে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। গত আগস্টে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেও কয়েক মাস পর সেই ঘোষণা দিলেন মীরা।

২০০৫ সালে বিশাল আগরওয়ালকে বিয়ে করেন মীরা। ৫ বছর সংসার করার পর ২০১০ সালে আলাদা হয়ে যান এই অভিনেত্রী।

২০১২ সালে জনের সঙ্গে দ্বিতীয়বার সংসার বাঁধেন মীরা। এ সংসারে তাদের আরিহা নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৬ সালে এ সংসার ভেঙে যায়।

এরপর দীর্ঘ দিন একা থাকার পর বিপিনের সঙ্গে ঘর বেঁধেছিলেন।

২০০৩ সালে তেলেগু ভাষার ‘গোলমাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা বাসুদেবন। একই বছর বলিউডে অভিষেক ঘটে তার। একই বছরে তামিল ভাষার ‘আন্নি সরনাদান্দেন’ সিনেমায় অভিনয় করেন মীরা। এ সিনেমার মাধ্যমে নজর কাড়েন এই অভিনেত্রী। কেবল তাই নয়, ‘তামিল নাড়ু স্টেট ফিল্ম স্পেশাল অ্যাওয়ার্ড’ লাভ করেন মীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ