আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাসিনার ফাঁসির রায় স্বাধীন বিচার ব্যবস্থার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে -মুহাম্মদ শাহজাহান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, হাসিনার ফাঁসির রায় দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি আরো বলেন, দেশের বিচারব্যবস্থা নিজস্ব গতিতে কাজ করছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই এ ধরণের রায়গুলো জনগণের আস্থা বাড়াতে সহায়ক হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) কনফারেন্স রুমে চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংগঠনের নেতাকর্মীদের আরও সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জাতির সংকটময় মুহূর্তে জনগণের অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ইতিবাচক ভূমিকা রাখতে চায় বলে তিনি উল্লেখ করেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ও সুশাসনের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং দেশকে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা উপহার দিতে জামায়াত তার নীতিগত অবস্থানে দৃঢ় থাকবে এবং গণমানুষ তাদের আস্থার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতের প্রার্থীদের আগামী সংসদে পাঠাবে ইনশাআল্লাহ।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী মজলিসে শূরার সদস্য আফসার উদ্দিন চৌধুরী, ড. আবু বকর সিদ্দীক, ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর শূরা সদস্য মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী, চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, হামেদ হাসান এলাহী, ড. মাহবুবুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আমির হোসাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাহমুদুর রহমান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ