আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘আমৃত্যু হাটহাজারীবাসীর পাশেই থাকবো ইনশাআল্লাহ’

দেশচিন্তা ডেস্ক: হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজ সোমবার চট্টগ্রাম-৫ আসনের আওতাধীন হাটহাজারীস্থ লাংগলমোড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগের শুরুতে তিনি হযরত গাজী নুরুজ্জামান পেঠান শাহ (রাঃ) মাজার এলাকায় পৌছেই সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোজ খবর নেন।

মীর হেলালকে দেখে এলাকার মুরব্বিসহ অল্প বয়সী মধ্য বয়সী সাধারণ মানুষ এগিয়ে আসেন। তার হাত বাড়িয়ে বুকে টেনে নেন। তাদের কাছে ব্যারিস্টার হেলাল দোয়া চান, সমর্থন চান ধানের শীষে ভোট চান।
এসময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন হাটহাজারীর মাটি ও মানুষের সাথে আমি ও আমার পরিবারের নিবিড় সম্পর্ক। হাটহাজারীতে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রতিষ্ঠা, রাস্তা-ঘাট, মঠ-মন্দিরের উন্নয়নে বিগত কয়েক দশক ধরে আমার ও আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হাটহাজারীর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে দীর্ঘ প্রচেষ্টার কথা তুলে ধরে মীর হেলাল বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিন আমি আমৃত্যু আপনাদের খেদমত করবো, আপনাদের পাশে থাকবো।

পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের নিয়ে হযরত গাজী নুরুজ্জামান পেঠান শাহ মাজার জিয়ারত করেন। জিয়ারত ও ফাতিহা পাঠ করেন। পরে পার্শ্ববর্তি এলাকায় দোকানদার ও সাধারণ ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময় করে গণসংযোগ শেষ করেন।

এসময় অন্যানের মধ্যে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, গাজী মোরশেদুল আলম, শফিউল আলম বাবু, ডাঃ আজম, মোহাম্মদ আজম মেম্বার, মোঃ শহিদুল্লাহ দিলু, আকতার মেম্বার, সোলেমান কোম্পানী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, নাসরিন আক্তার, পারভীন চৌধুরী, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ