
দেশচিন্তা ডেস্ক: স্ট্যামফোর্ড ব্রিজে ইউরোপিয়ান রাতটা হয়ে উঠল চেলসির তরুণদের উৎসব। চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়ে চেলসি ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল ডাচ জায়ান্ট আয়াক্সকে। এক ম্যাচে তিনজন কিশোর খেলোয়াড় গোল করে রেকর্ড গড়েছেন ব্লুজদের ইতিহাসে।
মাত্র ১৯ বছর বয়সী মার্ক গুইয়ো ম্যাচের প্রথম গোলটি করে অল্প সময়ের জন্য হয়ে ওঠেন চেলসির সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নস লিগ গোলদাতা।
তবে তার রেকর্ড টিকে ছিল মাত্র ৩৩ মিনিট, ১৮ বছর বয়সী এস্তেভাও উইলিয়ান পেনাল্টি থেকে গোল করে সেই রেকর্ড ভেঙে দেন।
এস্তেভাওর আগে এনজো ফার্নান্দেজ ও আয়াক্সের ভাউট ভেগহোর্স্ট পেনাল্টি থেকে গোল করেছিলেন, আর মাঝখানে মইসেস কাইসেদোর দুর্দান্ত দূরপাল্লার শট ম্যাচটিকে একপেশে করে দেয়।
দ্বিতীয়ার্ধে নামার ৩ মিনিটের মাথায় ১৮ বছর বয়সী টিরিক জর্জ ইগোল করে তৃতীয় কিশোর হিসেবে নাম লেখান রেকর্ডবুকে। বদলি হিসেবে মাঠে নামা ১৭ বছর বয়সী রেজি ওয়ালশ হন চেলসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়, চ্যাম্পিয়নস লিগে খেলার দিক থেকেও দ্বিতীয় কনিষ্ঠ ইংরেজ ফুটবলার।
আয়াক্সের জন্য ম্যাচটি ছিল দুঃস্বপ্নের। অধিনায়ক কেনেথ টেইলরের বিপজ্জনক ট্যাকলে লাল কার্ড পাওয়া থেকেই তাদের পতন শুরু। পরপর ফাউল, পেনাল্টি ও শৃঙ্খলার অভাবে প্রথমার্ধেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়।
ম্যাচে ২১ বছর বা তার কম বয়সী ১০ জন খেলোয়াড় ব্যবহার করে চেলসি, যা তাদের ক্লাব ইতিহাসে অন্যতম কনিষ্ঠ একাদশ।
এই জয়ের মধ্য দিয়ে কোচ এনজো মারেসকার তরুণ দল টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেল।
আয়াক্স এখন টেবিলের একেবারে নিচে, তিন ম্যাচে টানা হার ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়ের দেখা নেই তাদের।
অন্যদিকে তরুণদের ঝলকে নতুন রূপে উদ্ভাসিত চেলসি পরবর্তী ম্যাচে আজারবাইজানের কারাবাখের বিপক্ষে নামবে ইউরোপীয় মঞ্চে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে।