দেশচিন্তা নিউজ ডেস্ক:
যথাযোগ্য মর্যাদায় নজির আহমদ শাহ এর মাজার প্রাঙ্গনে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল রওজা গোসল বাদে যোহর খতমে কোরআন, বাদে মাগরিব খতমে গাউছিয়া ও মাইজভাণ্ডারী, বাদে এশা তবারুক বিতরণ এবং মিলাদ মাহফিল ও সেমা মাহফিল। পরে আখেরী মুনাজাতের মাধ্যমে বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে। এতে বিপুল আশেকে রসূল এবং আশেকে মাইজভাণ্ডারী সমাগম ঘটে।
পড়েছেনঃ ৪৪১