দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম টাইগারপাস থেকে দেওয়ানহাট ওভার ব্রিজ পর্যন্ত সৌন্দর্য্যবর্ধন ও সবুজায়নের প্রকল্প বাস্তবায়ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন আজ বুধবার সকালে টাইগারপাস মোড়ে ফলক উম্মোচনের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন। আউটসোর্সিং এর মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর পরিকল্পনা ও বাস্তবায়নে রয়েছে সুরমা এ্যাড। প্রতিষ্ঠানটি পাঁচ বছর পর্যন্ত এর রক্ষনাবেক্ষন করবে। ওভার ব্রিজটির উভয় পাশের ফুটপাত ঢালু থাকাতে প্রায়ঃশ নগরবাসীর চলাচলে অসুবিধা হতো। অনেক সময় ফুটপাত অরক্ষিত থাকায় এর উপর দিয়ে মোটর সাইকেল আরোহীরা বাইক চালিয়ে চলাচল করত। এতে জনসাধারণ ও নগরবাসী দুর্ঘটনার কবলে পড়তো। সমস্যাটি সিটি মেয়রের দৃষ্টিগোচর হওয়ায় এই ফুটপাতটি সংস্কার করে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেন। টাইগারপাস হতে দেওয়ানহাট পর্যন্ত এই ওভার ব্রিজটির উভয় পাশের ফুটপাতটি প্রস্থে ৮ ফিট। এই উভয় পাশের ফুটপাতে রেলিং পাশাপাশির পেভিং টাইলস লাগানো হয়েছে। রেলিং-এ শোভা পাচ্ছে নাগরিক সচেতনতা সম্বলিত ‘৬৫টি স্লোগান। উল্লেখযোগ্য স্লোগানের মধ্যে ‘ডোর টু ডোর আবর্জনা সংগ্রহের কাজে পরিচ্ছন্ন কর্মীকে সহায়তা করুন’, ‘ ছাদ বাগান গড়ে তুলি,ফরমালিন মুক্ত ফল ও সবজি উৎপাদন করি, ‘ পাহাড়ত আমাদের প্রাকৃতিক সম্পদ, আসুন আমরা পাহাড় কর্তন রোধ করি, ‘পাহাড় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, আসুন পাহাড় বাচাই, পরিথিন ব্যাগে খাদ্যদ্রব্য বহনে বিরত থাকুন, স্বাস্থ্য ঝুঁকি হতে বাঁচুন, ‘প্লাস্টিক দূষন ক্যানসার সহ অন্যান্য মারাত্মক রোগ সৃস্টির কারন, ‘ট্রাফিক আইন মেনে চলে নিজকে দুর্ঘটনার হাত থেকে মুক্ত রাখুন, ‘রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করুন, ‘আপনার শিশুকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলুন, ‘আপনার সন্তানকে সাতার ও খেলা ধুলার প্রশিক্ষণ দিন, ‘বিপদজনক ওভার টেকিং পরিহান করুন, নিজে বাচুন অন্যকে বাঁচান, নারীদের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধই আধুনিক সমাজ ব্যবস্থার নিয়ামক, ‘আসুন আমরা মাদক পরিহার করি, সুস্থ জাতি গড়ে তুলি, ‘মাদক একটি সমাজ ও গোটা প্রজন্মের জন্য অভিশাপ স্বরূপ,‘আপনার সন্তানকে প্রতিশেধক টিকা দান করুন, ‘রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করুন,প্রভৃতি রয়েছে। এই ব্রিজের উভয় পাশে বিজ্ঞাপণ ফলক সমুহ এবং রেলিং এ চসিকের ৬৫টি বানী সমূহ রিফ্লেকটর সাইন দ্বারা তৈরী। যা দিনে ও রাতে জ্বলে। লাগানো হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ হাটার জন্য আলাদাভাবে পেভিং টাইলস। আরো রয়েছে আলোকায়নের ব্যবস্থা। এছাড়াও এই ফুটপাতে যাতে কোন ধরনের যানবাহন চলাচল করতে না পারে, সে ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সুরমা এ্যাডের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান, রাজনীতিক বেলাল আহমেদ, স্থপতি মুহতাসিম রহমান মেয়রের সাথে ছিলেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এই প্রকল্পের উদ্বোধনকালে মেয়র বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই চট্টগ্রাম নগরীকে গ্রীন ও ক্লিন নগরীতে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। টাইগারপাস দেওয়ানহাটসহ পুরো নগরীতে বিলবোর্ড উচ্ছেদ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া হয়েছে। বিলবোর্ড উচ্ছেদের কারণে নগরবাসী এখন টাইগার পাস এলাকার প্রাকৃতিক সৌন্দয্য অবগাহন করতে পারেন। নগরবাসীকে সিগ্ধ নির্মল ও দুর্গন্ধমুক্ত সকাল উপহার দেয়ার জন্য রাতেই ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে। সতিনি বলেন আমরা চাই নদী,সাগর ও পাহাড়ের মেলবন্ধনে চট্টগ্রাম নগরীর যে প্রাকৃতিক সৌন্দর্য্য রয়েছে, তা ফিরিয়ে আনতে। ইতোমধ্যে টাইগারপাস এলাকায় পাহাড়ের ঢালে পাহাড় ধস রোধে ‘যাদুর ঘাস’ বিন্নঘাস চাষের প্রকল্প গ্রহণ করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে পাহাড়ে এ ঘাসের চাষ করা হবে।
সিটি মেয়র বলেন টাইগার পাস হতে দেওয়ানহাট পর্যন্ত সৌন্দর্য্যবর্ধন ও সবুজায়নের প্রকল্পের ফলে নগরবাসী নিরাপদে ফুটপাত দিয়ে চলাচলের পাশাপাশি চট্টগ্রাম নগরীর চির সবুজ নান্দনিক সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন। তিনি সংস্কারকৃত এ ফুটপাতের উভয় পাশে নানা ধরনের বর্ণিল ফুলের গাছ, বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। তিনি সৌন্দয্যবর্ধন প্রকল্পের কাজ রক্ষনাবেক্ষনে নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন এ উদ্যোগ আপনাদের জন্য। তাই সুস্থ, সুন্দর, নির্মল ও নিরাপদ জীবন যাপনের স্বার্থে চসিকের নেয়া নগরবান্ধব এ প্রকল্প রক্ষায় আপনাদেরও নাগরিক দায়িত্ব রয়েছে।