
আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত কর্ণফুলী উপজেলার মইজ্জেরটেক আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে গত মঙ্গলবার রাত ৯টায় পথসভার আয়োজন করা হয়েছে। উক্ত পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আবু বক্কর জীবন ও দপ্তর সম্পাদক আবু তৈয়ব সোহেলের যৌথ সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আদিত্য নন্দী, সাবেক উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম জহির, সাবেক উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঞ্জুর মোরশেদ অসীম, সাবেক সহ-সম্পাদক জায়েদ বিন জলিল ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আলী, আব্দুল্লাহ আল মামুন, খোরশেদ আলম এমতিয়াজ, আব্দুল্লাহ আল মামুন, দিদার আলম শুভ, ফরহাদুল ইসলাম, রিহান পারভেজ, আনিছুল হক, মোঃ হোসাইন, পিকু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মামুনুর রহমান, সিকদার সুমন, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মানিক, কলিম উল্লাহ, কাজী ওয়াসিম, সাইফুদ্দিন মানিক, সালাউদ্দিন, উপ-প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক দিদারুল আলম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাইনুল মান্নান, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাহাব উদ্দিন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনাফ ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার। প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোষণ বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর রাজনীতি করি। যে বঙ্গবন্ধুর নামে স্যাটেলাইট-১ মহাকাশে পাঠিয়েছি। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা তিনি দেখে যেতে পারেন নি। আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে বিজয়ী করে আমরা বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণ করব ইনশা আল্লাহ। দক্ষিণ জেলা ছাত্রলীগ যে ঐক্যবদ্ধ তা সুশৃংখল সমাবেশের মাধ্যমে প্রমাণিত। আপনারা সকলে কাঁদে কাঁধ মিলিয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের এর নেতৃত্বে কাজ করে যান। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, আগামী নির্বাচনের সাথে আমাদের অস্তিত্ব জড়িত। কেননা আগামী নির্বাচনে যদি আমরা পরাজিত হই তাহলে এ দেশ আবারো সেই ৭১ এর পরাজিত শত্র“র হাতে চলে যাবে। এই নির্বাচনে জিততে হলে, আমাদের ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে।