আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাটগাঁ সংলাপ কার্যনির্বাহী কমিটি ২০১৮-২০২০ সালের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান

লালখানবাজার পিঠষ্টপ রেস্টুরেন্টে হলে চাটগাঁ সংলাপের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান সমাজবিজ্ঞানী এম ওসমান গণির সভাপতিত্বে প্রচার-প্রকাশনা ও যোগাযোগ বিষয়ক পরিচালক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের পরিচালনায় অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন, চাটগাঁ সংলাপের প্রধান নির্বাহী পরিচালক রাজনীতিবিদ এম.এ হাশেম রাজু, পরিচালক প্রশাসন ও অর্থ সমাজসেবক মোহাম্মদ সালাউদ্দিন, পরিচালক দপ্তর গণমাধ্যম কর্মী পরিবেশবিদ এ কে এম আবু ইউসুফ, পরিচালক শিক্ষা ও পরিকল্পনা ইঞ্জিনিয়ার মোঃ হোসেন মুরাদ, পরিচালক আইন এডভোকেট জহুরুল আলম, পরিচালক ও শিল্প উদ্যোক্তা নুরুল হাকিম লোকমান, সাধারণ পরিচালকবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কর ডিকে দাশ মামুন, ওবাইদুল হক মনি, রানা দাশ, আলহাজ্ব নুর মোহাম্মদ, অধ্যক্ষ ইউনুছ কুতুবী, ড. খান মোহাম্মদ সেলিম উদ্দিন চিশতী, অমর কান্তি দত্ত, প্রফেসর দিলসাত আরা বেগম, অধ্যাপক ডা. নিহির রঞ্জন দাশ, ড. শিউলী বড়–য়া, প্রকৌশলী নেওয়াজ উদ্দিন শাহীন, ডাঃ দিপালী সাহ, ডা. বরণ চন্দ্র দাশ, এডভোকেট অ পু মার্মা, ড. মিনু সিং মার্মা প্রমূখ। সভায় সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী অক্টোবর মাসের ২য় সপ্তাহে হোটেল রেডিসন ব্লু হলে বন্দর নগরী ও বৃহত্তর চট্টগ্রামের নানা সমস্যা ও সমাধান কল্পে সকল দলের অংশগ্রহণে এক সেমিনার অনুষ্ঠিত হবে। শপথ ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের প্রাচীন শহর ও বিশ্বের অন্যতম প্রাচীনতম সমুদ্রবন্দর। হাজার বছর পরও আমরা চট্টগ্রামের টেকসই উন্নয়নের পথ খুঁজে বেড়াচ্ছি। বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে চট্টগ্রাম। আজ বড় অবহেলিত চট্টগ্রাম। স্বাধীনতার পর থেকেই চট্টগ্রামের জনগণ সরকারি-বেসরকারি সকল সেবা প্রতিষ্ঠান থেকে নাগরিক সেবা হইতে বঞ্চিত। শিক্ষা, উন্নয়ন, চিকিৎসা, মানবাধিকার, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার, পরিবেশ, স্বাধীনতা, চাকুরীর ক্ষেত্রে বৈষম্য, পরিকল্পিত উন্নয়ন হইতে বঞ্চিত ইত্যাদি বিষয়ে চট্টগ্রামকে দেখভাল করার কেউ নেই। ঢাকা রাজধানী কেন্দ্রিক উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়নের অভাবে চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাংক-বীমা, নৌবাহিনীর সদরদপ্তর ও বিভিন্ন বাণিজ্য সংস্থার সদর দপ্তরও ঢাকার রাজধানীতে গড়ে তোলা হয়েছে। অথচ বাংলাদেশের রাজস্ব আয়ের সিংহ ভাগ চট্টগ্রামের মটি ও মানুষ জোগান দিয়ে আসছে। চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের মানচিত্রের উন্নয়ন। এরপরও চট্টগ্রামের কাক্সিক্ষত উন্নয়ন হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ালেই পৃথিবী চট্টগ্রামকে খোঁজ করবে, এই বিষয়ে যথাযথ কার্যকরী পদক্ষেপ নিতে স্বাধীনতার পর থেকে কোন সরকার আজ পর্যন্ত কোন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে নাই। উপরোক্ত বিষয়ে চাটগাঁ সংলাপ ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সংলাপে চট্টগ্রামের দেশবরেণ্য রাজনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পরিবেশবিদ, অর্থনীতিবিদ, আইনবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সংস্কৃতিবিদ, লেখক-গবেষক, সাংবাদিক, চিকিৎসাবিদ, পরিকল্পনাবিদ, নদীবিশেষজ্ঞ, প্রকৌশলী, পরিবহন-সড়ক বিশেষজ্ঞ, তরুণ প্রজন্মের প্রতিনিধি ও চট্টগ্রামের সকল সেবা সংস্থার প্রতিনিধিদের নিয়ে প্রতিকি জাতীয় সংসদের আদলে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটিগুলো গঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ