
দেশচিন্তা ডেস্ক: বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯৩তম আত্মাহুতি দিবসে শ্রদ্ধা নিবেদন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ চট্টগ্রাম জেলা শাখা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯৩তম আত্মাহুতি দিবস স্মরণে পাহাড়তলী প্রীতিলতা ভাস্কর্যে সকাল ৯টায় শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, নাজিম উদ্দীন বাপ্পি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, নওসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,
বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার প্রায় দুইশ বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।নিজের জীবনের চেয়েও দেশ, মানুষের মু্ক্তিকে বড় করে দেখেছিলেন। যে ব্রিটিশ সাম্রাজ্যেবাদের সূর্য অস্ত যায় না বলে দম্ভ করতো সেই শাসকদের বুকে কাঁপন ধরিয়ে ছিলেন বীরকন্যা প্রীতিলতা। মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা ছিলেন প্রীতিলতা। যার নির্দেশে কয়েকজন বিপ্লবী নিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ নেতৃত্ব দেন প্রীতিলতা এবং জীবন উৎসর্গ করেন।
বক্তারা বলেন, দেশ স্বাধীন হলেও মানুষের মুক্তি আসেনি। অর্থনৈতিক শোষণে বিপর্যস্ত সাধারণ মানুষ। সাম্রাজ্যেবাদের কবল থেকে এখনো দেশের সম্পদ, মানুষ নিরাপদ নয়। ফলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, মানুষের মুক্তি আন্দোলনে প্রীতিলতা সংগ্রামের প্রেরণা।