দেশচিন্তা নিউজ ডেস্ক:
মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় শিখা আজ রবিবার বিকেলে প্রজ্বলন করা হয়েছে। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজয় শিখা প্রজ্বলন করেন শহীদ মুক্তিযোদ্ধা মুরিদুল আলমের স্ত্রী জেসমিন আলম। উল্লেখ্য মুক্তিযুদ্ধের এই বিজয় মেলা ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন চৌধুরী, শেখ মাহমুদ ইছহাক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন, মোজাফফর আহমদ,পরিষদের কো চেয়ারম্যান এম এন ইসলাম,সরওয়ার কামাল টুলু, চসিক কাউন্সিলর গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহাবুদ্দিন মজুমদার। শিখা প্রজ্বলনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন ডিসেম্বর মাস বিজয়ের মাস। আর এ মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিজয়ের এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মহাজোট সরকারকে আবারো ক্ষমতায় আনতে হলে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বলেন সরকারের ধারাবাহিকতা রক্ষা করা না গেলে দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে। পরে মেয়র মুক্তিযোদ্ধা কমান্ডারদেরকে নিয়ে জাতীয় পতাকা, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এসময় সুসজ্জিত একটি বাদক দলের বাদ্যের তাল ও সমবেত মুক্তিযোদ্ধা ও জনগণের জয় বাংলা স্লোগানে মেলা প্রাঙ্গণ উৎসব মুখরিত হয়ে উঠে।