অবাধ গণতন্ত্রচর্চায় মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা চাই। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ- ১১ বর্ণিত গনতন্ত্র ও মানবাধিকার উল্লেখ থাকলেও ক্ষমতাশীনরা বারে বারে গণতন্ত্র ও মানবাধিকারের ঠুটি চেপে ধরেছে। তাই গণতন্ত্র ও মানবাধিকার দেশের মানুষের কাছে একটি স্বপ্নের বার্তায় পরিণত হয়েছে। দেশকে অবাধ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সার্বজনীন মানবাধিকার চর্চা মাধ্যমে এগিয়ে যেতে হবে। এমতাবস্তায় ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হচ্ছে। বিভিন্ন আইনের দোহাই দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে। অবাধ গণতন্ত্রচর্চায় মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন সম্ভব। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অধিকার এইচআরডি চট্টগ্রাম নেটওয়ার্ক আয়োজনে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট একটি হোটেলে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের ফোকাল পার্সন ওসমান জাহাঙ্গীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক চাটগাঁ সহকারী সম্পাদক রোকন উদ্দিন আহমদ, অভিযাত্রী সাহিত্য পত্রিকার সম্পাদক এম এইচ সোহেল, সাংবাদিক রুহুল আমিন, মানবাধিকার কর্মী নাসিমা কামাল লিলি, আবুল কাশেম, আব্দুল খালেক, আবরার, মাহাতাব, খোকন প্রমূখ।