কোলকাতা প্রতিনিধি:
কোলকাতায় নিখিল বঙ্গ বাচিক এর সাংষ্কৃতিক সন্ধ্যা ২৫ নভেম্বর বিকেল ৫ ঘটিকায় জীবনানন্দ সভাঘর এ অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্দেশক, প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী কাজল সুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী সতীনাথ মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী জয়ন্ত ঘোষ। আবৃত্তি করেন, আলোক চন্দ, শীলা মৈত্র, সুম্মিতা রায়, চিন্ময়ী ভট্টাচার্য, রীমা পাল ভট্টাচার্য্য, অমৃতা গাঙ্গুলী, পারমিতা ময়লা সোনালী দাশগুপ্ত, শ্রবন্তী চক্রবর্তী, মৌসুমি মুখার্জি পাল, শ্রাবনী ভুইয়া, সুম্মিতা কুমার, তাপসী দাশ, সোমা রায়, দোলনচাঁপা মৈত্র, মোনালিসা চৌধুরী, পল্লবী ব্যানার্জী, অপরাজিতা দাস, সহেলী মামা, অনন্যা রায়, কাকলি রায় ও শিশু শিল্পী রেনেসা ব্যানার্জী। কোলাজ: শিল্পী পাল, শর্মিষ্ঠা চন্দ্র, মোনাই ঘোষাল, বিপ্লব মণ্ডল, সুলগ্না ব্যানার্জি, সুমন বড়াল, দীঘিতি চক্রবর্তী, নাসরিন নাজমা, কাকলি মল্লিক। কবি কণ্ঠে কবিতা পাঠ: শিবশঙ্কর বক্সী, মনীষা দে, রীতেশ ঘোষ, লালবাহাদুর ছেত্রী, শ্রুতিনাটক: জলি ঘোষ, নাসরিন নাজমা, তথাগত খাঁ, বিপ্লব মণ্ডল, সুলমা ব্যানার্জী, রতন ঘোষ, মিতা ঘোষ, বিপ্লব গঙ্গোপাধ্যায়, মৌসুমী মুখার্জী চ্যাটার্জী, শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর ও শ্রীমতী আত্রেয়ী ঘোষ ঠাকুর। গল্প পাঠ সৌভিক সেন। সঞ্চালনায় ছিলেন মৌ গুহ, আবহ: আশিস ঘোষ। লিখিল বঙ্গ বাচিক সংসদের সদস্যবৃন্দ।