দেশচিন্তা নিউজ ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৫ হাটহাজারী আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নঈমুল ইসলাম আজ ২৮ নভেম্বর বুধবার বিকাল ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, আইন সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, আন্তর্জাতিক সচিব অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানরগ উত্তরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আলম, রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, হাটহাজারী উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দীন, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী প্রমুখ।