দেশচিন্তা নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম ১০ (পাহাড়তলী, হালিশহর, খুলশী, ডবলমুরিং, আংশিক) আসনে মনোনয়ন পত্র জমা দিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওসমান খান। আজ ২৮ নভেম্বর বিকাল ৪.৩০টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান এর হাতে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বাবুল আহমদ, নিজাম উদ্দীন জ্যাকি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পাহাড়তলী থানা জাপা সদস্য সচিব মোহাম্মদ খান লেদু, নগর কৃষক পার্টির সাধারণ সম্পাদক পিকাশ শীল সাগর, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের খান, জাপা নেতা জসিম উদ্দীন, বাহার উদ্দীন প্রমুখ।
পড়েছেনঃ ৩৭৫