দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সংসদীয় আসন ১০-এ আওয়ামী লীগের মনোনয়ন এর চিঠি পাওয়ার পর এমপি ডা.আফসারুল আমীন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে আজ সোমবার বিকেলে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করতে আসেন। এসময় তারা বেশ কিছুক্ষণ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচন নিয়ে একান্তে আলাপ আলোচনা করেন। আলোচনায় প্রার্থীদের বিজয়ী করে আনতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সে বিষয় উঠে আসে। এ সময় তাঁর সাথে আসা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ৫১৫