আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সমবায় পুরষ্কার প্রাপ্তি ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত চট্টগ্রাম সিটি মেয়র নাছির

দেশচিন্তা নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর সভাপতি আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনকে জাতীয় সমবায় পুরষ্কার-২০১৭ স্বর্নপদক পাওয়ায় আজ ২৬ নভেম্বর সোমবার বিকেলে শুভেচ্ছা জানিয়েছেন ওয়াসার প্রতিনিধি দল,চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান,উত্তরজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, কর্পোরেশনের কর্মকর্তাগণ, দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ও যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ মেয়র দপ্তরে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সিটি মেয়র তাঁকে শুভেচ্ছা জানাতে আসাদের উদ্দেশ্যে বলেন আমার এই পুরস্কার প্রাপ্তি চট্টগ্রামবাসীর জন্য গৌরবের।

তিনি সম্মাননার প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনেও তাঁর সমাজসেবা মূলক কর্মকা- অব্যাহত থাকবে বলে জানান। সে সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, প্রধান প্রকৌশলী এয়াকুব সিরাজুদ্দৌলা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদ আলম, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা খানম, উত্তরজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলুওয়ারা ইউসুফ, দ চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ এবং সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান,সদস্য শাহ আলম বাবুল, আলাউদ্দিন আলম, জেড এস এম বখতেয়ার, সৈয়দ রফিকুল আনোয়ার, আলমগীর পারভেজ, মো. রাশেদুল আমিন, মো. নুরুল ইসলাম মিন্টু, মো. নুরুল ইসলাম শাহীন, কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে.কর্নেল মহিউদ্দিন আহমদ, তত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীগণ,মেয়রের একান্ত সহকারী আবু সৈয়দ সহ যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,আবদুল্লাহ আল মামুন, দিদারুল আলম, বেলায়েত হোসেন বেলাল, এস এম আলম, পুলক খাস্তগীর, সুমন দেবনাথ,বেলায়েত হোসেন রুবায়েত, মোস্তাক আহমেদ টিপু, নঈম উদ্দিন খান, মো. সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ