
দেশচিন্তা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বইছে ক্যাম্পাসে। এরইমধ্যে বুধবার ঢাবির সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এদিকে সারাদিনব্যাপী চলা ডাকসুর ভোট শেষ হয়েছে বিকেল চারটা নাগাদ। এখন চলছে গণনা। আজ রাত ১২টার আগেই ভোটের ফলাফল প্রকাশ হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পড়েছেনঃ ১৯