দেশচিন্তা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বইছে ক্যাম্পাসে। এরইমধ্যে বুধবার ঢাবির সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এদিকে সারাদিনব্যাপী চলা ডাকসুর ভোট শেষ হয়েছে বিকেল চারটা নাগাদ। এখন চলছে গণনা। আজ রাত ১২টার আগেই ভোটের ফলাফল প্রকাশ হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.