আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

বাচিক শিল্পী ফারুক হোসেনের একক আবৃত্তি সন্ধ্যায় মুখরিত চট্টগ্রাম শিল্পকলা একাডেমী

বিনোদন নিউজ ডেস্ক:

স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে “এসো হাত ধরি কবিতার” এই স্লোগানতেকে সামনে রেখে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারী হলে নড়াইল থেকে ছুটে আসা ফারুক হোসানের একক আবৃত্তি সন্ধ্যা গত ১৬ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি, শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুসেইন কবির। প্রধান আলোচক ছিলেন জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভূইঁয়ার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন নাট্যজন ও প্রাবন্ধিক সজল চৌধুরী, চট্টগ্রাম আবৃত্তিজোটের সাধারণ সম্পাদক মসরুর হোসেন, ত্রিতরঙ্গ আবৃত্তি সংগঠনের সভাপতি দেবাশীষ রুদ্র, রাজনীতিবীদ জসিম উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক রেহেনা পারভীন রীমা ও সাদাব মান্নান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মো: আব্দুল কাদের আরাফাত। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত দেশবরেণ্য আবৃত্তি শিল্পী রণজিত রক্ষিতকে উৎসর্গ করে শিল্পী ফারুক হোসেন আবৃত্তি পরিবেশনা শুরু করেন। সংগঠনের ষষ্ঠ পর্বে ৩৪ টি কবিতা আবৃত্তির মাধ্যমে আবৃত্তি সন্ধ্যা সম্পন্ন হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ