আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বায়তুশ শরফে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে-বায়তুশ শরফের পীর ছাহেব বলেন- উত্তম চরিত্রের শ্রেষ্ঠ উপমা মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সঃ)

দেশচিন্তা নিউজ ডেস্ক:

বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর উদ্যোগে ৪ দিনব্যাপি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদ্যাপনের ৩য় দিনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০ নভেম্বর রোজ মঙ্গলবার বাদে মাগরিব বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে বায়তুশ শরফের পীর ছাহেব বাহ্রুল উলূম শাহসূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সঃ) পরিবেশনের পর স্বরচিত তাহনিয়তনামা “নজরে আকিদাত” পেশ করেন বায়তুশ শরফের পীর ছাহেব বাহ্রুল উলূম শাহসূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআঃ)। সভাপতির ভাষণে বায়তুশ শরফের পীর ছাহেব বলেন- উত্তম চরিত্রের শ্রেষ্ঠ উপমা মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সঃ)। আল্লাহর পেয়ারা হাবীব (সঃ) এর চেহারা মোবারকের সৌন্দর্য্য যেমন মুগ্ধ করেছে গোটা পৃথিবীকে তেমনি তাঁর চরিত্রের পবিত্রতা-সুবাস বিশ্বময়, অনন্তকালের উপমা। তাঁর শরীর যেমন ছিল লক্ষ ফুলের সুগন্ধে সুবাসিত তেমনি তাঁর আদর্শিক সুবাস অনন্তকালের জন্য, ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। রাসূল (সঃ) এর মানবিক স্বত্ত্বা সাগরের চেয়েও গভীর, সাগরের চেয়েও প্রশস্ত। তাঁর জ্ঞানের ঔদার্য্যতা সাগরের গভীরতাকেও বহুগুণে ছাড়িয়ে যায়। যারা তাকে কষ্ট দিয়েছে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তৃত করেছে তিনি তাদেরকেও ক্ষমা করে ঠাঁই দিয়েছেন ভালোবাসার নীলিম আকাশে। তাঁকে এবং তাঁর সাহাবিদের শারিরিকভাবে যারা নির্যাতন করেছেন তাদেরকেও ক্ষমা করে করেছেন এবং তাদের জন্য দুআও করেছেন। তাইতো তিনি উত্তম চরিত্রের শ্রেষ্ঠ উপমা।

এ বছর বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে যে চারজন বিশিষ্ট গুণী ব্যক্তিকে সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান করেছেন। তারা হলেন- ১) দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার, ইলমে হাদীস চর্চা ও শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষ ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ- আলহাজ্ব মাওলানা আ.ন.ম তাজুল ইসলাম, অধ্যক্ষ, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল (এম.এ) মাদ্রাসা, লাকসাম, কুমিল্লা। ২) প্রকৌশল শিক্ষা, প্রশাসনিক ক্ষেত্র ও ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ- ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান, বাংলাদেশ কমার্স ব্যাংক লি.। ৩) আর্তমানবতার সেবা, শিক্ষার সম্প্রসারণ, ইসলামি সংস্কৃতির বিকাশ ও মসজিদ-মাদরাসার খেদমতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ আলহাজ্ব মোহাম্মদ আবদুল আউয়াল চেয়ারম্যান, এম কে আর গ্রুপ, আগ্রাবাদ, চট্টগ্রাম। ৪) চিকিৎসা সেবা ও দুস্থ-মানবতার কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ- ডা. মাহমুদুর রহমান ট্রমা ও অর্থোপেডিক সার্জন, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম।

সভাপতির বাণী পাঠ করেন- বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমান উল্লাহ খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন- আলহাজ্ব লুৎফুল করিম, সাধারণ সম্পাদক, বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ, ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন কমিটি ২০১৮ এর আহ্বায়ক- আলহাজ্ব রফিক আহমদ। গুণীজন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আ.ন.ম তাজুল ইসলাম এর সম্মাননা পত্র পাঠ করেন- ইসলামিক ফাউ-েশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক- মাওলানা আবুল হায়াত মোহাম্মদ তারেক, ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী এর সম্মাননা পত্র পাঠ করেন-ঈদে মিলাদুন্নবী উদ্যাপন কমিটির প্রচার বিভাগের আহ্বায়ক- হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, আলহাজ্ব মোহাম্মদ আবদুল আউয়াল এর

সম্মাননা পত্র পাঠ করেন মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ, ডা. মাহমুদুর রহমান এর সম্মাননা পত্র পাঠ করেন- মাওলানা ছালাহ উদ্দিন মোহাম্মদ বেলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মীর মোহাম্মদ আনোয়ার আহমদ,বেঙ্গল শিপিং কর্পোরেশন লিমিটেড এর পরিচালক মুহাম্মদ আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক মাওলানা ওবাইদুল্লাহ, খতিব মাওলানা নুরুল ইসলাম, হাজী আহমদ হোসাইন, মজলিসুল ওলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী, মাওলানা কাজী জাফর আহমদ, শাহজাদা মাওলানা আব্দুল হাই নদভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এ.বি.কে মহিউদ্দিন শামীম, আলহাজ্ব মোহাম্মদ মিফতাহুল হুদা, আলহাজ্ব নাজেরুল হক, আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব মোজাম্মেল হক, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম খান, মাওলানা আবু তাহের, মাওলানা ফরহাত আলম, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক ছলিম উদ্দিন, প্রভাষক আবদুর রহমান, মাওলানা সিরাজুল হক নদভী, মোশারফ হোসেন আল আজহারী, মাওলানা মোহাম্মদ মূসা, আলহাজ্ব মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার আবু তাহের, আলহাজ্ব নাসির উদ্দিন, মাওলানা হাফেজ নিজাম উদ্দীন, মাওলানা কাজী শিহাব উদ্দীন, মোহাম্মদ আবু ইউসুফ মুন্সি,

মোহাম্মদ সাইফুদ্দিন, শাহজাদা মোহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা নুরুদ্দীন মাহমুদ ও এহছানুল হক মিলন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাফর উল্লাহ। বহু শিক্ষাবিদ, ভক্ত ও অনুরক্তদের পদচারণায় বাদ মাগরিব থেকে বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে উঠে।

পরিশেষে বায়তুশ শরফের মাননীয় পীর ছাহেব বাহরুল উলুম শাহসুফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃজিঃআঃ) দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ