
হাটহাজারী (প্রতিনিধি) চট্টগ্রাম:
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী জননেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন গত ৫ বছরে হাটহাজারীতে যে উন্নয়ন হয়ে তা স্বাধীনতা পরবর্তী সময়ের রেকর্ড ভঙ্গ করেছে। আমার নির্বাচনী প্রতিশ্রুতির ৮০ ভাগ পূরণ করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট ২০ ভাগ পূরণে আবারও জনতার রায় চাই। তিনি বলেন হাটহাজারী উপজেলার প্রত্যেক সড়ক পাকাকরণ করা হয়েছে। সকল মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জা সৌর বিদ্যুতের আওতায় আনা হয়েছে। উন্নয়ন কর্মসূচীতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। দলীয় সংকীর্ণতা পরিহার করে সবাইকে নিয়ে কাজ করেছি। তিনি উন্নয়নের এই গতিধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ নির্বাচনে মহাজোটের প্রার্থীকে লাঙ্গলে ভোট দিয়ে বিজয়ী করতে আওয়ামীলীগ জাতীয় পার্টিসহ হাটহাজারীর জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আজ ১২ নভেম্বর বিকেল ৪টায় হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের গড়দুয়ারা সরকারী কেরামতিয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবণ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তরিকুল কালাম তুহিনের পরিচালনায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যন সরওয়ার মোরশেদ তালুকদার, নগর জাপা সাংগঠনিক সম্পাদক রেজাউর করিম রেজা, শ্রমিক নেতা মোহাম্মদ ফারুক, আওয়ামী লীগ নেতা ইফতেখার উদ্দিন মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, জাপা নেতা হাজী আবুল কালাম ডিলার, নুরুল আলম মেম্বার, জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল্লাহ, মোশারফ হোসেন চৌধুরী, ডা. কায়সারুল আলম, মো: খসরু, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ প্রমুখ। উপস্থিত ছিলেন চেয়ারম্যান এড. মোহাম্মদ শামীম, সালাউদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা রানী চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন, নগর ছাত্র সমাজ নেতা মোহাম্মদ ফারুক। সমাবেশ শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন, উকিল আবদুল কাদের মিয়া সড়ক, অঙ্কুরীঘোনা সড়ক, শামসু মেম্বার সড়ক সহ পাঁচটি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।