আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

দ্রুত সময়ের মধ্যে চলমান উন্নয়ন কাজ শেষ করার তাগিদ দিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

দেশচিন্তা নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের সাথে অগ্রগতি বিষয়ক এক সমন্বয় সভা আজ ১২ নভেম্বর সন্ধ্যায় কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। এসময় চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, মনিরুল হুদা, আবু ছালেহ, নির্বাহী প্রকৌশলী,সহ সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় ৩ ও ৪ নং ডিভিশনের আওতায় এডিবি’র অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করে কাজের গুনগত মান অক্ষুন্ন রেখে দ্রুততম সময়ের মধ্যে চলমান উন্নয়ন কাজ শেষ করার জন্য ঠিকাদারদের প্রতি আহবান জানান মেয়র। নির্দ্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারলে ব্যর্থতার দায় সংশ্লিষ্ট ঠিকাদারদেরকে বহন করতে হবে বলে তিনি সতর্ক করে দেন। এ প্রসঙ্গে মেয়র উন্নয়ন কাজে নিয়োজিত সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়মিত মনিটরিং করে নির্দ্দিষ্ট সময়ের মধ্যে যাবতীয় কাজ বুঝে নেয়ার নির্দেশনাও দেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ